আক্তারুল ইসলাম, মিরপুর, কুষ্টিয়া ।
“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানে মুখরিত হয়ে কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত হলো কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।
রবিবার (২০ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ সাল থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “বৃত্তিতে হোক মেধার যাচাই—ধনী-গরিব বৈষম্য নয়, চাই সমঅধিকার।” তারা অভিযোগ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে, সেখানে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটি শিক্ষাক্ষেত্রে একটি অনাকাঙ্ক্ষিত বৈষম্য বলে তারা অভিহিত করেন।
মানববন্ধন শেষে মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদের নেতারা বলেন, তাদের একটাই দাবি—সকল শিশুর জন্য সমান সুযোগ। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে একটি ন্যায্য ও সমঅধিকারের সমাজ গড়ার লক্ষ্যেই এই আন্দোলন অব্যাহত থাকবে।