আক্তারুল ইসলাম।
বিশ্ব যুব উৎসব ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে রওনা হয়েছেন কুষ্টিয়ার ছেলে সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর। সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় তার সঙ্গে দলের অন্যান্য সদস্যরাও ছিলেন।
মস্কোতে অনুষ্ঠিতব্য এ উৎসবে বিশ্বের ১২০টি দেশের দুই হাজার তরুণ প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশ থেকেও একাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন। তরুণ সাংবাদিক সাগর বিশ্বাস করেন, এ উৎসব হবে বিশ্বের বিভিন্ন দেশের যুব সমাজের অভিজ্ঞতা বিনিময় ও নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের এক অসাধারণ প্ল্যাটফর্ম।
সাগর বলেন, “বাংলাদেশের তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও সম্ভাবনার কথা আমি বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করব। এ আয়োজন নিঃসন্দেহে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি করবে।