নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর বাড়তে থাকা হত্যা,নিপীড়ন, হয়রানি ও হুমকির প্রেক্ষাপটে নির্যাতিত সংবাদ কর্মীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক
নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান ও দৈনিক প্রতিদিনের কাগজ এর নির্বাহী সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।
তিনি বলেন, “একজন সাংবাদিক হিসেবে শুধু সংবাদ পরিবেশন করলেই দায়িত্ব শেষ হয় না, আমাদের সহকর্মীদের অধিকার ও তাদের নিরাপত্তার বিষয়েও সোচ্চার হতে হবে।
“সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সত্য প্রকাশ করেন, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অনিরাপদ। কখনো সরকারি চাপে, কখনো প্রভাবশালী মহলের হুমকিতে পড়ে তাদের কারাবরণ, হয়রানি, এমনকি শারীরিক নির্যাতন থেকে শুরু করে নির্মম ভাবে হত্যার শিকার হতে হচ্ছে। এই অবস্থা চলতে পারে না।”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একজন সাংবাদিক নেতা হিসেবে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবো—কোনো ভয় বা চাপকে তোয়াক্কা না করে। আমি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সহায়তা সেল গঠন করেছি, যেখানে আইনগত সহায়তা, চিকিৎসা ও মানসিক সাপোর্ট নিশ্চিত করা হবে।
তিনি সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলেন, “আমরা অনেক সময় আইনের সাহায্য পাই না, কারণ আমাদের কোনো সংগঠন এগিয়ে আসে না। আপনারা সকলে পাশে থাকলে, এই ধরনের নেতৃত্ব আমাদের আশার আলো দেখাবে।”
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের ভবিষ্যৎ পরিকল্পনা:
সাংবাদিক নিরাপত্তা হেল্পলাইন চালু।আইনি সহায়তা ফান্ড গঠন।সাংবাদিক নির্যাতনের তথ্যভাণ্ডার তৈরি।জেলা পর্যায়ে পর্যবেক্ষক টিম নিয়োগ।