কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

Spread the love

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, ১২ এপ্রিল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশে কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এবারের ২০২৪—২৫ শিক্ষাবর্ষে দেশের কৃষি প্রাধান্যের বিশ্ববিদ্যালয়গুলোয় মোট আসন আছে ৩ হাজার ৮৬৩টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ শিক্ষার্থী। এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।

সহকারী রেজিস্ট্রার আব্বাস আরও বলেন, এবারের প্রথম বর্ষের ভর্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)র সাতটি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। আর ভর্তি পরীক্ষায় গাকৃবির বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৮ হাজার পরীক্ষার্থী।

গাকৃবি উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্র—ছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারব।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেন, “প্রতিষ্ঠাকাল থেকেই এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অত্যন্ত তৎপর। আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষ করে তুলতে চাই।

পরীক্ষার্থীদের অগ্রিম শুভকামনা জানিয়ে তিনি বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব নিয়মাবলী মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *