ময়মনসিংহে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ৯

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে সড়কে উল্টে মঞ্জুরুল হাসান (৪১) নামে একজন নিহত হয়েছেন।

নিহত মঞ্জুরুল শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন যাত্রী।
বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
তিনি বলেন, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান।

এসময় আহত হয়েছেন অন্তত ৯ জন যাত্রী। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *