প্রধান উপদেষ্টার অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা কনফারেন্স সেপ্টেম্বরে: প্রেস সচিব

Spread the love

নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে জাতিসংঘ। আগামী ৩০ সেপ্টেম্বর এই কনফারেন্সে বিশ্বের প্রায় ১৭০টি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধে জাতিসংঘ সেপ্টম্বর ৩০ তারিখে একটি বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক। ওইখানে পৃথিবীর ১৭০টার মতো দেশ যোগ দেবে। আমরা আশা করছি যে সেখানে বৃটেনও যেন একটা বড় রোল প্লে করবে।

তিনি জানান, চিফ এডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। এ সংকট সমাধানে তিনি গুরুত্বারোপ করছেন সম্মানজনক ও স্বেচ্ছাপ্রবণ প্রত্যাবাসনের ওপর।

শফিকুল আলম বলেন, চিফ এডভাইজার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। যে করেই হোক, এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়। এবং এটা ডিগনিটির সঙ্গে, ভলান্টারিলি এই কাজটা করতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *