আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নতুন শীর্ষ কমান্ডার আলী শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের মধ্যাঞ্চলে একটি সক্রিয় কমান্ড সেন্টারে সোমবার (১৬ জুন) দিবাগত রাতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। যার ফলে ইরানের খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নবনিযুক্ত প্রধান আলী শাদমানি নিহত হয়েছেন।
তিনি মাত্র চার দিন আগে গোলামালি রশিদের স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
আরও উল্লেখ করা হয়, আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও।
এদিকে আইডিএফ জানিয়েছে যে, এই হামলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে এবং শাদমানিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান পরিচালনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছে।