স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক থেকে শুরু হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ বৈঠক শুরু হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রতিনিধি দলে থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে শিক্ষক অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান।