আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে অবস্থান করা চীনের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে চীন। চীনা দূতাবাস অবস্থানরত চীনা নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ জুন) চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে ওই তথ্য জানায়। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে স্থল সীমান্ত পার হয়ে যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে হবে।’
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী।’
মঙ্গলবার বেইজিংয়ের দূতাবাস জানিয়েছে, সংঘাত ‘ক্রমশ বৃদ্ধি পাচ্ছে’। এতে বলা হয়েছে, ‘অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠছে।’
কয়েক দশকের শত্রুতা এবং দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের পর, ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানে হামলা শুরু করে। ইসরায়েলের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ইরান ওই অভিযোগ অস্বীকার করে আসছে।
ওই হামলায় চলমান পারমাণবিক আলোচনা ভেঙ্গে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।