
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবাইকে এখনই তেহরান ত্যাগ করা উচিত।’
এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।
ইরানের রাজধানীতে প্রায় ১ কোটি মানুষ বসবাস করে। ইসরায়েল যখন ইরানে হামলা জোরদার করছে, ঠিক তখনই সতর্ক করলেন ট্রাম্প। ইসরায়েলের দাবি, ধর্মীয় নেতাদের পরিচালিত রাষ্ট্রটির বিতর্কিত পারমাণবিক কর্মকাণ্ড ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনী এর আগে তেহরানের একটি জেলার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে একটি নোটিশ জারি করে।
গাজায় টানা হামলা করে বহু ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল।
ইরানে ইসরায়েলের হামলার শুরু থেকে যুক্তরাষ্ট্র দাবি করেছে ওই হামলায় তারা জড়িত নয়।
জি-৭ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আমরা কিছু একটা করতে যাচ্ছি। কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে।’