
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাসচালকের সহকারী (হেল্পার) লিটন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (১৬জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাসচালক সাব্বির মিয়ার সহকারী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এম শহিদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গত রোববার রাতে নবীগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসের যাত্রী ওই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী পরদিন সোমবার সকালে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাসচালক সাব্বির মিয়াকে আসামি করা হয়। সাব্বির নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা।