
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামে ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শ্রমজীবীরা।
বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা) চট্টগ্রামে মোট বৃষ্টিপাত হয়েছে ৬৮ দশমিক ৬ মিলিমিটার। বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেতও রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জিইসি মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল, মুরাদপুর, কাপাসগোলা ও কাতালগঞ্জ এলাকায় সড়ক তলিয়ে গেছে। সকাল ৯টা পর্যন্ত এসব সড়কের বেশিরভাগই হাঁটু সমান পানি জমে থাকায় যানচলাচল ব্যাহত হয়েছে, রিকশা ও বাস চলছে সীমিতভাবে।
আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার কবলে পড়েন অফিসগামী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ভোরে বের হয়েছি অফিসের উদ্দেশে, কিন্তু রাস্তায় নেমেই দেখি হাঁটু পানি। জায়গায় জায়গায় রিকশাও বন্ধ। হেঁটেই যেতে হলো।
কাপাসগোলা এলাকার বাসিন্দা জিয়াউল হক বলেন, রাস্তায় বের হয়েই দেখি চারপাশে পানি। কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত। রিকশাও নেই, বাসও চলতে পারছে না ঠিকমতো।
অন্যদিকে, কাতালগঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোনিকা দাস বলেন, ছোটখাটো বৃষ্টি হলেই পানি জমে। আজ সকালে আধাঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি পাইনি। হেঁটেই এক অংশ পার হতে হয়েছে।
নগরবাসী বলছে, প্রতি বছর বৃষ্টি নামলেই এমন চিত্র চোখে পড়ে। উন্নয়নকাজ ও ড্রেনেজ ব্যবস্থার ব্যর্থতায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়। তবে এবছর অন্যান্য বছরের তুলনায় জলাবদ্ধতা অনেক বলা চলে।