আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন ভারত-পাকিস্তান যুদ্ধ তিনিই থামিয়েছেন। তিনি বলেন, ‘দেখুন, যুদ্ধটা আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালবাসি। মোদিও দুর্দান্ত একজন মানুষ।’
বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখন বিভিন্ন ইস্যুর সঙ্গে ভারত-পাকিস্তানের সংঘাতের বিষয়টিও উঠে আসে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘গত রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।’
যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বুধবার তাঁর সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেবেন ট্রাম্প। মুনিরের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘পাকিস্তানের দিক থেকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই মানুষটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা নিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘ভারতের পক্ষে মোদি এবং আরও কয়েকজন ছিলেন। উভয়েই পরমাণু শক্তিধর দেশ। আমি ওদের থামাই। দুটো বড় দেশের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি। ‘
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হয়। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে একাধিক কঠোর সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানও পাল্টা কিছু সিদ্ধান্ত নেয়। তবে গত ৬ মে পাকিস্তানের হামলার মাধ্যমে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। টানা চারদিন সংঘাতের পর ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।