
আন্তর্জাতিক ডেস্ক।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন সামরিক হামলার পর হুমকি মোকাবেলা ও নীতিগত অবস্থান সমন্বয়ে যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া পৌছেছেন। খবর তাসনিম নিউজের
সোমবার মস্কো পৌঁছে সাংবাদিকদের আরাগচি বলেন, ‘ইরান ও রাশিয়া সর্বদা সহযোগিতার মাধ্যমে কাজ করেছে। রাষ্ট্র দুটি একে অপরের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান সমন্বয় করেছে।’
‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার আরও সতর্ক, জোরাল ও ঘনিষ্ঠ অবস্থান গ্রহণ করা প্রয়োজন’-বলেন আরাগচি।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন সামরিক হামলাকে আগ্রাসনমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে রাশিয়া তীব্র নিন্দা জানানোর জন্য দেশটির প্রশংসাও করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ব্যবস্থা বিপন্ন হওয়ার কারণে ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আমাদের অবস্থান সমন্বয় করার চেষ্টা করব।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসন ও অন্যান্য আঞ্চলিক হুমকি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তাঁর মস্কো সফর আগে থেকেই পরিকল্পনায় ছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করায় আলোচনায় এখন আরও বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত হবে।
আরাগচি আরও বলেন, ‘দুই দেশ সবসময় ঘনিষ্ঠভাবে পরামর্শ করে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করে।’