ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাক চাপায় আসমা আক্তার(৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।
বুধবার ( ২৫ জুন) রাত সাড়ে দশটার দিকে উপজেলার সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আসমা আক্তার (৩১) ত্রিশাল উপজেলার বিলবোকা কাঁঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত আসমা আক্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে দিয়ে রাস্তা পারাপার সময় অজ্ঞাত একটি দ্রতগামী বালি ভর্তি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই গুরুতর হয়ে মৃত্যু । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।