
রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে ড্রাম ট্রাকের চাপায় জেসমিন (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নারী নিহত হয়েছেন। এসময় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সমানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া ঘাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় একজন নারী নিহত ও ৪ জন যাত্রী আহত হয়েছেন। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ড্রাম ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।