নিউজ ডেস্ক, জনতারকথা।
পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে চায়না এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও।
২২ জুন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলটি চীন সফরে যায়। সফরের শেষ দিন শুক্রবার সানঝি প্রদেশের জিয়ান শহরতলির একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নাগরিকদের স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী পুনর্বাসন, শিক্ষা কার্যক্রম ও স্বেচ্ছাশ্রম প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা নেন তারা।
দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “মূলত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমাদের এই সফর হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরটি ফলপ্রসূ হয়েছে। সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে, যা দুই দলের মধ্যে নতুন বোঝাপড়া তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “আমরা অভিভূত হয়েছি যে, মাত্র কয়েক বছরে চীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক শক্তির দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।”
মির্জা ফখরুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকেও সিপিসিকে দুই দলের মধ্যে সংলাপ আয়োজনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।