
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রিজ ধসে নির্মল মণ্ডল (৬০) নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নির্মল মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুল চন্দ্র মণ্ডলের ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, একটি বালুবাহী জাহাজ ফুলহাতা বাজার সংলগ্ন ব্রিজটিতে ধাক্কা দিলে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় ব্রিজের নিচে থাকা একটি ট্রলারে অবস্থান করছিলেন তরকারি ব্যবসায়ি নির্মল মণ্ডল। ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা রাতেই ট্রলারটি ভেঙে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।