
মাগুরা, করেসপন্ডেন্ট।
ঢাকা-মাগুরা মহাসড়কের বেলনগরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক বিপ্লব ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীমুখী একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক বিপ্লব হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।