
কুমিল্লা , করেসপন্ডেন্ট।
কুমিল্লার একটি স্কুলের সব শিক্ষার্থী ফেল করেছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলার ১৭৯৯টি স্কুলের মধ্যে একটি প্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর সবাই এসএসসিতে ফেল করেছে। স্কুলটির নাম ইসলামপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে স্কুলের খারাপ রেজাল্ট নিয়ে সমালোচনার ঝড় বইছে।
স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের ১২টা বাজিয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকরা জানায়, প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা। তিনি সারাদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরতে থাকেন। তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে। এতে করে আমাদের ক্ষতি হয়েছে। তারতো কিছুই হয়নি। শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তা ফোনটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, আমি ২০-২৫দিন আগে সভাপতি হয়েছেন। এখনও স্কুল নিয়ে কাজের সুযোগ পাননি। তবে স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছি। প্রতিষ্ঠাতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধান করবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের ১৭৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি। আমরা এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষকদের সাথে বসে এর কারণ অনুসন্ধান করব।