
নিউজ ডেস্ক, জনতারকথা।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। হাইওয়ে পুলিশ জানায়, ৬ লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে। তাই সৃষ্টি হয়েছে এমন যানজট।
এছাড়া, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকার রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মামুন রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট লেগে আছে। তবে ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর যানজট আরও বাড়বে। সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশ্যে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।