
নড়াইল, করেসপন্ডেন্ট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যূত্থান পরবর্তী দেশ পুনর্গঠনে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বলেছেন, জুলাই গণ-অভ্যূত্থান পরবর্তী দেশ পুনর্গঠন সম্ভব হলে ছাত্রদের দল গঠনের প্রয়োজন হতো না। কিন্তু গণ-অভ্যূত্থানের পরে সাত-আট মাসে দেখা গেছে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভাগভাগি নিয়ে এতোটাই ব্যস্ত যে তারা গণ-অভ্যূত্থানকে স্বীকারই করতে চায় না। তারা মনে করে ক্ষমতার পালাবদলের জন্যই গণ-অভ্যূত্থান সংগঠিত হয়েছে। কিন্তু আমরা মনে করি একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রীক বাংলাদেশ গঠনের জন্যই গণ-অভ্যূত্থান সংগঠিত হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিন বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইলে আয়োজিত পথসভায় সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এক বছর অতিবাহিত হলেও আমরা সেই কাঙ্খিত বাংলাদেশ না পেয়ে নতুন বাংলদেশ গড়ার শপথ নিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষে বাধ্য হয়ে আবারও রাস্তায় নেমেছি। নাহিদ নতুন বাংলাদেশ গড়ার এই সংগ্রামে অতীতের ন্যায় আবারও দেশবাসীর সহযোগিতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানান।
কথা বলেন নড়াইলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ বিদ্যমান নানা সমস্য নিয়ে। নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজিত এ পথ সভায় জাতীয় নাগিরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ্, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, ডা. তাসনীম জারাসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তাব্য দেন।