মিরপুর, কুষ্টিয়া, করেসপন্ডেন্ট।
কুষ্টিয়া মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার( ১৪জুলাই) সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিকল্পনা পরিকল্পনা অফিসের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কাজে অবদান রাখতে ৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রিজভী ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ পীযূষ কুমার সাহা , মিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ উদ্দিন আহমেদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মারফত আফ্রিদি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সহকারী মাঠ কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন,”বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে।
এসময় তিনি মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠান কে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।