
জামালপুর, করেসপন্ডেন্ট।
জামালপুরের বকশীগঞ্জে এক মোবাইল কোর্ট অভিযানে ৪০টি অবৈধ চায়না রিং জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের দশানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। অভিযানে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।
জব্দ করা জালগুলো তাৎক্ষণিকভাবে নদীতেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বার্তা২৪.কমকে বলেন, “দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে এ ধরনের জাল ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন জানান, চায়না রিং জাল নিষিদ্ধ, কারণ এটি মাছের ডিম ও পোনামাছ ধ্বংস করে মৎস্যসম্পদের বিপর্যয় ডেকে আনে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে বকশীগঞ্জের বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে চায়না রিং জালের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে দেশীয় মাছের প্রজনন চক্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক অভিযান মৎস্যজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করবে এবং দেশের অমূল্য মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।