
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জনতারকথা, মেহেরপুর।
মেহেরপুর শহরের হোটেল বাজারে ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার রনি রেস্তোরাঁর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ারমৃত শামসুল আলম খান মোংলার ছেলে। সোনা মেহেরপুরে কাঁচ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর কলেজ মোড় থেকে সোহাগ সোহেল নামের একটি ট্রাক বেপরোয়া গতিতে শহরের হোটেল বাজারের দিকে আসছিল। এ সময় সোনা হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল চালককে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল চালক সোনা ট্রাকের চাকার নিচে ছিটকে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।