স্পেশাল করেসপন্ডেন্ট,কুষ্টিয়া।
কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ রবিবার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনদের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায়।
বিধান রায়ের ভাষ্যমতে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার,৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
তার দাবি, আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানা পুলিশ সজাগ রয়েছে।