ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জনতারকথা, বাগেরহাট।
জেলার মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সকালে সত্তার লেন এলাকার স্থানীয় এক বাসিন্দার পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। কোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
তদন্ত হওয়া পর বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।