
স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা।
রাজধানীর শ্যামপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে নাশকতার চেষ্টা চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে শ্যামপুর মডেল থানার ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী খন্দকার রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছে।
খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। তবে তার সহযোগী রাফসান পালিয়ে যায়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার সিয়াম সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ও রাফসান মিলে রাজনৈতিক নির্দেশে নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন লাগাতে এসেছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক রাফসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীতে কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।