মিরপুর (কুষ্টিয়া), ২৩ এপ্রিল:
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর তালতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ এপ্রিল ২০২৪) দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী এন আর এন্টারপ্রাইজের একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৪-৫৪২৪), যার চালক ছিলেন মহিবুল, তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের (নং- মাগুড়া-ট-১১-০১১৮) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাগুরাগামী ট্রাকচালক রাব্বি (২৬) গুরুতর আহত হন।
[caption id="attachment_2722" align="alignright" width="332"] ছবি: প্রতিনিধি[/caption]
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত রাব্বিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাব্বির বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ভাঙ্গামারা গ্রামে। তিনি মোশারফ হোসেন শেখের পুত্র।
[caption id="attachment_2723" align="alignleft" width="369"] ছবি: প্রতিনিধি[/caption]
এ ঘটনায় এন আর এন্টারপ্রাইজের ট্রাকচালক মহিবুল হালকা আহত হয়েছেন। তিনি মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আলাহিম ওরফে আলিম শেখের ছেলে।
খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত উভয় ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে।