কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় জিনিয়াস স্টাইপেন্ড একাডেমীর আয়োজনে বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মে ২০২৫) সকালে ঐতিহ্যবাহী আমলা সরকারি ডিগ্রি কলেজের কলাভবনে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর, দৌলতপুরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
[caption id="attachment_4258" align="aligncenter" width="531"] ছবি: প্রতিনিধি[/caption]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাসেম, আমীর—বাংলাদেশ জামায়াতে ইসলামি, কুষ্টিয়া জেলা শাখা। সভাপতিত্ব করেন জিনিয়াস স্টাইপেন্ড একাডেমীর প্রধান উপদেষ্টা ও মিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আব্দুল কুদ্দস, উপদেষ্টা, জিনিয়াস স্টাইপেন্ড একাডেমি ও সহসভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া; আব্দুল গাফফার, প্রধান শিক্ষক, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়; মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, প্রধান শিক্ষক, খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; মোঃ এনামুল হক, প্রধান শিক্ষক, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান মালিথা; জহুরুল ইসলাম, সভাপতি, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়; জামিল উদ্দিন আহমেদ, সভাপতি, স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন; ডাঃ মোঃ আজগর আলী; শিক্ষক তৌহিদুল ইসলাম, মামুনুল ইসলাম ঝন্টু ও আব্দুর রহমান প্রমুখ।
[caption id="attachment_4259" align="aligncenter" width="395"] ছবি: প্রতিনিধি[/caption]
বক্তারা বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমেই জীবনের পরিবর্তন সম্ভব। শর্টকাট কোনো পথ নেই—সাফল্য অর্জনে কঠোর অধ্যবসায়ই একমাত্র উপায়।"
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুফতি আব্দুল হান্নান সাহেব।