গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাউস আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ১১টার দিকে দক্ষিণ ভরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাউস আলী ওই গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাউস আলী বাড়ির নির্মাণকাজে গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটি স্টিলের দরজা কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাউস আলীর বড় ভাই গিয়াস উদ্দিন জানান, হাউস আলী দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় গ্রাইন্ডিং মেশিনে শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে বলে তাদের ধারণা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যোগাযোগ করা হলেও দায়িত্বরত চিকিৎসককে পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় সতর্কতা অবলম্বনের গুরুত্ব আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুর্ঘটনা। বিদ্যুৎসংশ্লিষ্ট যেকোনো কাজ করার সময় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।