 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৪:১২ পূর্বাহ্ণ
 রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার  
  
    
    
    
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী  প্রতিনিধি
রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার হয়েছে । মহানগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজারে একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত রকেট লাঞ্চার শেল উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
২৭ মে, সকাল ১০টায় মাটি কাটার সময় শ্রমিকরা শেলটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে মির্জাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন। পরে বিষয়টি আরএমপির সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে জানানো হয়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে দুপুরে এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বোম ডিসপোজাল দল শেলটি ধ্বংস করে। ধ্বংসের কাজটি মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে সম্পন্ন হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, শেলটি পুরোনো হলেও বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত