প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
ঈদকে সামনে রেখে ব্যস্ত লৌহ কারখানাগুলো

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা এ সামনে রেখে ব্যস্ত লোক হওয়ার কারখানা গুলো প্রস্তুত করা হচ্ছে চুরি কাছে চাপাতি নানান ধরনের লোহাজাত পণ্য।
রাজশাহী থেকে প্রসাদপুর বাজার ৫২ কিলোমিটার দূরে। সরেজমিনে গিয়ে দেখা যায় , বাবা, দাদা, সেই যুগ যুগ ধরে ঐ পেশাকে তারা বংশ পরামপরায় ধরে রেখেছেন। কথা হলো, ভাই ভাই লৌহ কারখানার সাথে। সব ধরনের লৌহজাত পণ্য, উনারা তৈরি করেন। দোকান থেকেই খুচরা ও পাইকারি বিক্রি করেন, চাকু, ছুরি, দা, বটি, চাপাতি, কোদাল। অনেক দুর দূরান্ত থেকে মানুষ আসে এসব ক্রয় করার জন্য। আবার কেউ এসেছেন তার পুরাতন চাকু, বঠি, দা ধার দেয়ার জন্য। ঈদকে সামনে রেখে এই সময়টা সবচাইতে ভালো বিক্রি হয়। দীর্ঘ দিনের ব্যবসা, তাই দোকানদার ও ক্রেতা উভয়ই সন্তুষ্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত