স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের এবং ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।
রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং পরীক্ষাগারে। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা থেকে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা থেকে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, শনাক্তের হার তুলনামূলকভাবে কম থাকলেও জনসাধারণকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে তারা।