গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে ধানের বীজ ভিজানো বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ বছর বয়সী ওই শিশুর নাম সালমান ফারসি। নিহত সালমান ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মহদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদুল সরকার।
তিনি পরিবারের সদস্যের বরাত দিয়ে জানান, সকালবেলা বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে সে বালতির পানিতে খেলতে গিয়ে ডুবে যায় ।
কিছুক্ষণ পর তাকে বালতির পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তারা শিশুটিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।