ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কুসুমপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুসুমপুর বিওপি এলাকার চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার সদরপুর থানার মৃত নকুল মন্ডলের ছেলে সত্য মন্ডল ও বাগেরহাট জেলার রামপাল থানার চাঁদপুর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে আশিকুল ইসলাম (৪২)।
একই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজিবির যাদবপুর ও মেদিনীপুর বিওপির পৃথক অভিযানে ৩ কেজি ভারতীয় গাঁজা ও ২৬৫ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ২ জন আটকের বিষয়ে মহেশপুর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, থানায় হস্তান্তরের পর আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।