নোয়াখালী, করেসপন্ডেন্ট।
নোয়াখালীর সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিনদিন পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বুধবার (২ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহায়তায় সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল সিলেট শহরের কোতোয়ালী থানা এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- সেনবাগ পৌরসভার কাদরা গ্রামের মো. পলাশের মেয়ে নুসরাত জাহান সারা (১৪) এবং উত্তর শাহাপুর গ্রামের মো. শামীমের মেয়ে সাবরিনা হাসান (১৪)। তারা দুজনেই সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এর আগে, গত ৩০ জুন দুপুরে স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে তারা আর বাড়ি ফেরেনি। এর পর থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ থাকে। রাতে তাদের পরিবারের পক্ষ থেকে সেনবাগ থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, পুলিশের একটি দল টানা তিন দিন অভিযান চালিয়ে সিলেট শহর থেকে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অপু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে রাতেই ছাত্রীদের সেনবাগ থানায় আনা হবে।