 
     আন্তর্জাতিক ডেস্ক।
আন্তর্জাতিক ডেস্ক।
যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহতের সংখ্যা ৩৯। রোববার ঘটেছে এ হতাহতের ঘটনা।
আল জাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, এটি তিনি বিশ্বাস করেন। এ অবস্থাতেই হামলা চালাল ইসরায়েল।
গাজা সিটিতে হামলায় বেঁচে যাওয়া মাহমুদ আল-শেখ সালামা জানান, রাত ২টায় তারা যখন ঘুমন্ত, তখন তাদের ওপর এই হামলা হয়। তিনি বলেন, ‘আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং কিছুক্ষণ পরই আরেকটি বিস্ফোরণ ঘটে। আমরা ছুটে যাই... এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে। চারটি পরিবার, অনেক বাসিন্দা।’
মাহমুদ আল-শেখ সালামা বলেন, ‘আমরা জীবিতদের সন্ধান করার চেষ্টা করেছি এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকে জীবিত বের করতে সক্ষম হয়েছি। আমরা দুজনকে জীবিত বের করেছি- বাকিরা শহীদ হয়েছেন এবং এখনও আটকা পড়েছেন।’
গাজা সিটি থেকে রিপোর্ট করা আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, প্রতিটি হামলার তীব্রতা এবং মাত্রা একটি ভয়ঙ্কর এবং নৃশংস স্মারক। দুই ঘণ্টার মধ্যে আমরা গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে সাতটি বিমান হামলা দেখেছি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস। এতে অন্তত ১২০০ জন নিহত হন। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত ৫৬ হাজার ছাড়িয়েছে।