রাজবাড়ী, করেসপন্ডেন্ট।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান ডাবলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, "আমি মোঃ নাজমুল হাসান (ডাবলু), সভাপতি, জামালপুর ইউনিয়ন ছাত্রলীগ। ব্যক্তিগত কারণে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিচ্ছি। আমি আমার ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন কোনো রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকব না।"
তার এই পোস্টের পর অনেকেই পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন।