স্টাফ করেসপন্ডেন্ট,চট্টগ্রাম।
শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চন্দনাইশ উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন সিদ্দিক (৫০)।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জয়নাল আবেদীন ডায়াবেটিস, নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। কোভিডে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তিনি জানান, চলতি বছরের ৪ জুন থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় এটি অষ্টম মৃত্যু। মৃতদের মধ্যে তিনজন নগর এলাকার, চারজন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। জুন মাসে এখন পর্যন্ত ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭২ জন নগরের এবং ২১ জন উপজেলার বাসিন্দা।