আন্তর্জাতিক ডেস্ক।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট ২৭ জুলাই থেকে চালু হচ্ছে। এটি হবে দুই দেশের রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি আকাশপথে সংযোগ।
উল্লেখ্য, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া সম্প্রতি মস্কো-পিয়ংইয়ং রুটে নিয়মিত যাত্রী পরিবহনের অনুমোদন দেয়। তারই পরিপ্রেক্ষিতে প্রতি মাসে একটি করে ফ্লাইট পরিচালনা করবে রাশিয়ান এয়ারলাইন নর্ডউইন্ড। ফ্লাইটে যাত্রা সময় হবে প্রায় আট ঘণ্টা।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি প্রথমবারের মতো রাশিয়া ও ডিপিআরকের (উত্তর কোরিয়া) রাজধানীগুলো সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত হচ্ছে। এই আকাশপথ ধীরে ধীরে যাত্রী চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে বিমান সংযোগ সম্প্রসারণে একযোগে কাজ করছে উভয় দেশ। এর আগে জুন মাসে দুই দেশের মধ্যে রেলপথে যাত্রী পরিবহন পুনরায় চালু হয়েছে।’