স্টাফ করেসপন্ডেন্ট।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই।
বুধবার (১৬ জুলাই) মধ্যরাতে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বদিউর রহমানের মৃত্যুতে মৃত্যুতে উদীচী পরিবারের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছেন।
তিনি আরও জানান, উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর মরদেহ আজ ১৭ জুলাই সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।
সবাইকে সেখানে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন অমিত রঞ্জন দে।