ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,জনতারকথা, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারসংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাজারের পাশে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও গায়ে টি-শার্ট। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা ধারণা করছেন, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যাওয়া হতে পারে।
লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, মৃত্যুটি হত্যা না স্বাভাবিক, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।