আন্তর্জাতিক ডেস্ক।
পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার-পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে নিরাপত্তা বাহিনী পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। রোববার (২০ জুলাই) দেশটির আন্তঃ-বাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এবং গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৬ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কেপির মালাকান্ড জেলায় পরিচালিত একটি যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ভারত-সমর্থিত 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও ৮ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ, লেভিস, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং জেলা প্রশাসন অংশ নেয়। চার দিনব্যাপী এই অভিযানের সময় সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এদিকে, বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আরও ৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। গোয়েন্দা সূত্র জানায়, শনিবার রাতে বেলুচিস্তানের পাহরোড় এলাকায় পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযানে ৪ জন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে, ১৯ ও ২০ জুলাই মধ্যরাতে বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে আরও ৪ জন সন্ত্রাসী নিহত হয় বলে সামরিক বাহিনী জানিয়েছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন