কুষ্টিয়া অফিস।
কুষ্টিয়া সদরে দুই যুবকের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝালুপাড়া জগতী এলাকায় আরমান গেট সংলগ্ন একটা আখ ক্ষেতে এ ঘটনা ঘটেছে।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রোববার বিকালে আকাশ ও হৃদয় নামের দুই যুবকের নামে কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন। তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আকাশ আহম্মেদ (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার তেঘরিয়া মাঝপাড়া এলাকার এনামুল মৃধার ছেলে এবং হৃদয় হোসেন (২৬) একই এলাকার মতিয়ার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বাদী বলেছেন, আমার নাবালিকা বোন আসামী আকাশ ও হৃদয়ের পূর্ব পরিচিত। সেই সুবাদে রোববার সকাল ৯টার দিকে তারা একটি মোটরসাইকেলযোগে আমাদের বাড়ির সামনে আসে। এসময় আমার বোনের সাথে তাদের দেখা হয়। এক পর্যায়ে আমার বোন তাদের মোটরসাইকেলে ঘুরতে চাইলে তারা আমার বোনকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে ঘুরতে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া সদর থানাধীন ঝালুপাড়া জগতী আরমান গেট সংলগ্ন জনৈক কারিবুলের চায়ের দোকানের পশ্চিম পার্শ্বে হাসেম শেখের আখ ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এক পর্যায়ে এক নম্বর আসামী আকাশ আমার নাবালিকা বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর দুই নম্বর আসামী হৃদয়ও আমার বোনকে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দুই যুবকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।