ভোটে কবে লড়বেন জানিয়ে দিলেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক।

‘আমেরিকা পার্টি’ কবে ভোটে অংশ নেবে তা জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠনের কথা জানান তিনি।

মাস্ক লিখেছেন, ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টি গঠিত হয়েছে।’

নতুন ‘আমেরিকা পার্টি’ কবে লড়বে ভোটে? এ ব্যাপার উৎসাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই মাস্ককে প্রশ্ন করেন। মাত্রই চলতি বছর প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। তবে কি আমেরিকা পার্টি ২০২৮ পর্যন্ত অপেক্ষা করবে?

তবে আগামী বছর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। যাকে বলা হয় ‘মিড টার্ম ইলেকশন’। ওই নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসন ও সিনেটের ৩৩টি আসনে ভোট হবে। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট হবে।

মাস্ক আগামী বছরেই ভোট লড়ার ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম মিরর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর উত্তর দিয়েছেন তিনি। মাস্ককে প্রশ্ন করা হয়েছিল, ২০২৬ নাকি ২০২৮ কোন ভোটে নতুন দল নিয়ে লড়াই করতে চান? মাস্ক দুই শব্দে উত্তর দিয়েছেন, ‘আগামী বছর।’

অর্থাৎ ট্রাম্পের সাথে ভোটের লড়াইয়ের জন্য ২০২৮ পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি।

ট্রাম্পের এবার ক্ষমতায় আসার ভোটের লড়াইয়ে অনেক বড় অনুদান ছিল মাস্কের। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ককেও সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন ট্রাম্প। তবে ছয় মাসের আগেই উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়।

ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ এর বিরোধীতা করেন মাস্ক। তবে ট্রাম্প বিলটি পাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন।

অবশেষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের আগেই তা পাস হয়। ৪ জুলাই ঐতিহাসিক দিনে বিলটি সই করেন ট্রাম্প। আগেই রাজনৈতিক দল গঠনের আভাস দিলেও বিলটি সই হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন দল ঘোষণার কথা জানালেন মাস্ক।

সংশ্লিষ্ট খবর:

‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন ইলন মাস্ক
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প-ইলন মাস্ক দ্বন্দ্ব, একে অপরকে দোষারোপ
ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *