চট্টগ্রামে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ১৫

Spread the love

স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৫ জন। ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাসহ মোট সাতটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রেনটি সেতুর উপরই আটকা পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতু পারাপারের সময় ট্রেনের সিগন্যাল দেওয়া হয়েছিল। এ সময় দ্রুতগতির পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসে সেতুতে উঠলে একটি অটোরিকশা সিগন্যাল না মেনে সেটিতে উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ রাত ১টার দিকে বার্তা২৪.কমকে জানান, “এখন পর্যন্ত এক শিশু ও এক পুরুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আসার পর স্থানীয়দের কাছে শুনেছি। ট্রেনের চালক পালিয়ে গেছে। বর্তমানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ করছেন বলে যোগ করেন ইউএনও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *