মেট্রোরেল চলাচল শুরু

Spread the love

নিউজ ডেস্ক

উত্তরা উত্তর-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ খবর জানিয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য সকাল ১১:০০ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে রোববার সন্ধা ৭টা ১৫ নাগাদ মতিঝিল-শাহবাগ রুটে মেট্রো চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও রুটে চলাচল বন্ধ ছিল। এদিন বিকাল ২টা ৫৮ মিনিটে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে গেলে মেট্রো চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এ ঘটনায় আজাদ নামে এক পথচারী মারা যান এবং আরও দুইজন আহত হন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *