পুতিনের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে চায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব দিয়েছেন, যাতে শীর্ষ পর্যায়ের আলোচনার আগে রক্তপাত বন্ধ থাকে।

বুধবার (৪ জুন) এক বিবৃতিতে জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল আগ্রহী নয়, তারা মনে করে এটি দুই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের বিষয়। এজন্য জেলেনস্কি উভয় দেশের শীর্ষ নেতাদের বৈঠকের আগেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন যেকোনও দিন ইস্তাম্বুল, সুইজারল্যান্ড বা ভ্যাটিকানে আলোচনায় বসতে প্রস্তুত।

 

জেলেনস্কির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই প্রস্তাবে সমর্থন দেন, তাহলে তা কার্যকর হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও একটি চারপক্ষীয় বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন—যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন এবং তুরস্ক থাকবে।

তিনি সতর্ক করে বলেন, যদি বৈঠক ফলপ্রসূ না হয়, তাহলে রাশিয়া একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে। তবে সফল আলোচনায় যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে থাকলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো সম্ভব।

 

পুতিনের সঙ্গে তিনি যুদ্ধবিরতি ছাড়াও আলোচনায় প্রস্তুত, তবে আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জেলেনস্কি।

এর আগে ইস্তাম্বুলে ১৬ মে ও ৩ জুন রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা হয়। দ্বিতীয় দফায় বন্দি ও মৃত সেনাদের মরদেহ বিনিময়ে দুই দেশ সম্মত হয়েছে। তবে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার পক্ষ থেকে দেওয়া খসড়া চুক্তি মূলত একতরফা আল্টিমেটাম।তার ভাষায়, “শান্তি আসবে সমঝোতা ও সম্মানের ভিত্তিতে, চাপিয়ে দেওয়ার নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *