বান্দরবানের লামায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Spread the love

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের অনুরোধে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এর আগে, রোরবার (১ জুন) বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেই সময় বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুরোধ করেন ব্যবসায়ীরা।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ততে স্বাগত জানিয়ে লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা। তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ঈদের আগে পর্যটকদের আগমনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সকলেই ঈদ উপলক্ষে সারাদেশ থেকে আগত পর্যটকদের বরণ করতে প্রস্তুত রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *